Posts

Showing posts from September, 2023

ওরা আমাদের আত্মীয়

Image
  বানর আহত হলে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়। এছাড়া অভিযোগ করতে থানায় উপস্থিত হয়। কারণ তাদের বুদ্ধির লেভেল মানুষের কাছাকাছি এবং তারা জানে, মানুষ তাদের নিকটাত্মীয়। তারা বিপদে পরলে মানুষ তাদেরকে ফেলে দেবে না। এখন আমাদের, মানুষদের পালা তাদেরকে নিকটাত্মীয় হিসেবে মেনে নেওয়া। তাদের সাথে আমাদের দৈহিক মিল রয়েছে। উভয়ের হাতে পাঁচটি করে আঙ্গুল রয়েছে। তাদের রক্ত লাল, আমাদের রক্ত লাল। তাদের সাথে আমাদের জিনগত মিল প্রকট। ওদের মতো আমাদেরও পুচ্ছাস্থি আছে। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীও আমাদের নিকট বা দূর সম্পর্কের আত্মীয়। বস্তুত: সকল প্রাণীই আমাদের আত্মীয়। যেসব প্রাণী আমাদের অনেক দূর সম্পর্কের আত্মীয়, তাদেরকে দেখলে আমরা বিচলিত হই, যেমন: সাপ। ঠিক যেমন আমরা গরীব আত্মীয়-স্বজন দেখলে বিরক্ত হই। মানুষ বানর হতে আসে নি, তবে মানুষ, বানর, শিম্পাঞ্জি ও অন্যান্য এইপের পূর্বপুরুষ অভিন্ন। বিবর্তন একটি সত্য ঘটনা। ধর্ম হলো কল্পকাহিনী, mythology.